MENU

×

Page
  • Page
  • News
  • Events
  • Notice
What's New
Graduate Notification: Bachelor of Architecture, Spring 2024 Graduate Notification: Bachelor of Business Administration, Spring 2024 Graduate Notification: Bachelor of Science in Civil Engineering, Spring 2024 Graduate Notification: Bachelor of Science in Computer Science and Engineering, Spring 2024 Graduate Notification: Bachelor of Science in Electrical and Electronic Engineering, Spring 2024 Graduate Notification: Bachelor of Science in Industrial and Production Engineering, Spring 2024 Graduate Notification: Bachelor of Science in Mechanical Engineering, Spring 2024 Graduate Notification: Master of Science in Electrical and Electronic Engineering, Spring 2024 Graduate Notification: Bachelor of Science in Textile Engineering, Spring 2024 Urgent Notice for Semester Fees of Fall-2024 Payment of Semester Fees, and Re-admission, Fall-2024 Academic Calendar: MBA and EMBA Prof. Dr. Abdur Rahim Mollah Memorial Lecture Series 4.0 – “Blackmail 2.0 - Online Extortion in the Age of Social Media” AUST Mourns the Tragic Loss of Promising Student Fahim Uddin Bin Ahmed; Students and Faculty Demand Justice NOTIFICATION (SIBLING/SPOUSE QUOTA) Discussion Meeting with Maj. Gen. (Retd.) I F Shayekhuzzam on Cognitive Leadership Development Skills (CLDS) নোটিশ (উচ্চতর বেতন স্কেল আবেদন) Notification: Distressed Students' Welfare Fund (DSWF) Notification (Government Scholarship) Graduate Notification: Master of Science in Electrical and Electronic Engineering, Spring 2024

Events


Date: 2022-09-12

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ফল-২০২১ সেমিস্টারের বিদায় অনুষ্ঠান সম্পন্ন


প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন তিতাস গ্যাস ট্যান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. হারুনুর রশিদ মোল্লা

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফল-২০২১ সেমিস্টারের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২ বিশ্ববিদ্যালয়ের এম.এইচ. খান অডিটরিয়ামে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিতাস গ্যাস ট্যান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. হারুনুর রশিদ মোল্লা। তিনি নিজের বাস্তব অভিজ্ঞতার আলোকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান মানব কল্যাণে ব্যবহার করার জন্য আহ্বান করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. এস.এম. এ. আল মামুন, আর্কিটেকচার ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. জেসমিন আরা বেগম, বিজনেস অ্যান্ড স্যোশাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. সালেহ মো. মাশেদুল ইসলাম। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আর্কিটেকচার বিভাগের সামান্তা সৌমিক খান, বিবিএ বিভাগের প্রমেথি মেহরিন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের রাহাত চৌধুরী, ইইই বিভাগের আবু এম ফুয়াদ, আইপিই বিভাগের ফারহানা ইসলাম, এমই বিভাগের নাভিল মো. চৌধুরী ও টেক্সটাইল বিভাগের নৈরীতা খান ঐশি।

বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম মল্লিক, লাইব্রেরিয়ান ড. মো. জিল্লুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক দেওয়ানা আমেনা সুলতানা, বিভিন্ন বিভাগের প্রধানগণ, বিদায়ী শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. মিজানুর রহমান। পরে বিশ্ববিদ্যালয় ক্লাব কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।