MENU

×

Page
  • Page
  • News
  • Events
  • Notice
What's New

News


Date: 2023-11-26

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে নৈতিকতা বিষয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত


আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিফাত আলা মুনাফিকীন নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ইং অস্ট আহ্ছানউল্লা (র.) পিস ক্লাবের উদ্যোগে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের সাবেক অর্থ উপদেষ্টা আবুল ইহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী। সেমিনারে চারিত্রিক স্থলন, মুনাফিকীর চরিত্র বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন প্রধান বক্তা। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর নৈতিকতার গুরুত্ব সম্পর্কে এবং ছাত্রদের ভবিষ্যৎ জীবনের উত্তম চারিত্রিক গুণাবলীর প্রয়োজনীয়তার উপর বিশেষ জোর দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মো. মাহমুদুর রহমান, আর্কিটেকচার ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. জেসমিন আরা বেগম, ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হামিদুর রহমান খান, বিভিন্ন বিভাগের প্রধানবৃন্দ ,অফিস প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থীরা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।