MENU

×

Page
  • Page
  • News
  • Events
  • Notice
NOTIFICATION (SIBLING/SPOUSE QUOTA) | হিট স্ট্রোক বিষয়ে সতর্কতা ও করণীয় | Notification: Government Scholarship | Seminar on Fire Safety and First Aid for the AUST Fire/Disaster Safety Team Members | Academic Calendar: Fall - 2023 Semester (MBA (Regular & Executive)) | Job Opportunity: Research Assistant for AUST Internal Research Grant (AIRG) | NOTIFICATION (Revised) (Payment of Semester Fees and Re-admission, Fall-2023) | Research Assistant Positions in Mechanical and Production Engineering at AUST (AIRG/2023/MPE/05/03) | Call for Proposal for AUST Internal Research Grant (6th Round) | Ethical Values: Diversity, Honesty, Respect and Fairness | আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আলোচনা সভা এবং ফল-২০২৩ সেমিস্টারের নবীন বরণ অনুষ্ঠিত
What's new:

News


Date: 2022-12-15

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত


প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট জনাব কাজী রফিকুল আলম

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ ইং অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট জনাব কাজী রফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী।

জনাব কাজী রফিকুল আলম প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি নতুন প্রজন্মকে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী বলেন, মহান বিজয় দিবসের তাৎপর্য, মুক্তিযুদ্ধের প্রয়োজনীয়তা, লক্ষ্য, উদ্দেশ্য এবং স্বাধীনতা পরবর্তী সকলের দায়িত্ব সবাইকে জানতে হবে। মহান স্বাধীনতা অর্জনের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করেন এবং স্বাধীনতার সুফল যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তরুণ প্রজন্মকে বিজয় দিবসের তাৎপর্য অনুধাবন করে দেশ গঠনের জন্য প্রস্তুতি নিতে হবে। 

বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী

আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি মো. আনোয়ার হোসেন, আর্কিটেকচার অ্যান্ড প্লানিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. জেসমিন আরা বেগম, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. এস.এম.এ. আল-মামুন, বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. সালেহ মো. মাশেদুল ইসলাম, ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মিজানুর রহমান, আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. মো. সারওয়ার মোর্শেদ, শিক্ষার্থীদের মধ্যে ইসরাত জাহান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, অফিস প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোশারফ হোসেন।

আলোচনা সভায় উপস্থিত দর্শকরা