MENU

×

Page
  • Page
  • News
  • Events
  • Notice
What's New

News


Date: 2022-06-26

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রথম বিজয়ী গ্রুপসহ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী (বা দিক থেকে দ্বিতীয়), বিশেষ অতিথি প্রফেসর ড. মো. কায়কোবাদ (বা দিক থেকে প্রথম), প্রধান অতিথি ফেরদৌস মাহমুদ (ডান দিক হতে প্রথম)

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অস্ট প্রোগ্রামিং অ্যান্ড ইনফরমেটিকস ক্লাবের উদ্যোগে বৃহস্পাতিবার , ২৩ জুন ২০২২ইং শুরু হয়ে ২৫ জুন ২০২২ইং, শনিবার পুরস্কার বিতরণীর মাধ্যমে এ প্রতিযোগিতা শেষ হয়। আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেফেলো বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফেরদৌস মাহমুদ শাওন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য প্রফেসর ড. এম কায়কোবাদ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

আন্তঃবিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামিং প্রতিযোগিতায় ৫৭টি বিশ্ববিদ্যালয়ের ১০৫টি গ্রুপ অংশগ্রহণ করে। এর মধ্য থেকে ১০টি গ্রুপকে পুরস্কার প্রদান করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় বুয়েট এবং তৃতীয় স্থান অর্জন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।