MENU

×

Page
  • Page
  • News
  • Events
  • Notice
Schedule (Revised) of Semester Carryover/Clearance/Improvement Examination: Spring 2023 | Notification (CCI examination schedule only for Carryover examination for the students other than the students of 1st year 1st semester) | Notice (Reception and Orientation Program) | Notice for Admission Test of M.Sc./M.Engg. (EEE) | Office Order | The BAETE Accreditation of B.Sc. in Computer Science and Engineering program of the Department of Computer Science and Engineering, AUST
What's new:

News


Date: 2023-05-25

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত


আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিক্ষা সংস্কারক, সমাজহিতৈষী, সাহিত্যিক ও ছুফী সাধক খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এঁর জন্মসার্ধশতবার্ষিকী (১৫০তম) উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব কাজী রফিকুল আলম ও সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর ড. আবু তৈয়ব আবু আহমেদ। বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান।

বক্তারা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) বর্ণাঢ্য কর্মময় জীবনী নিয়ে আলোকপাত করেন। ঢাকা আহ্ছানিয়া মিশনের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. আবু তৈয়ব আবু আহমদ বলেন, দেখতে দেখতে ১৫০ বছর চলে গেছে। কিন্তু এখনও আমরা পীর কেবলা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লাকে স্মরণ করি। তিনি ওই সময়ে সুশিক্ষিত লোক ছিলেন। তিনি শতাধিক বই লেখে গেছেন, সেগুলো পড়ে আমরা জ্ঞান আহরণ করতে পারি। তিনি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

 এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ঢাকা আহ্ছানিয়া মিশনের জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার এ. এফ. এম. গোলাম শরফুদ্দিন, বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি মো. আনোয়ার হোসেন, প্রকৌশল ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মো. মাহমুদুর রহমান, আর্কিটেকচার ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. জেসমিন আরা বেগম, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. মো. সারওয়ার মোর্শেদ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হামিদুর রহমান খান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম মল্লিক, লাইব্রেরিয়ান ড. মো. জিল্লুর রহমান, বিভীয় প্রধানগণ,অফিস প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। আলোচনা সভা শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।